আবারও ২৪ ঘণ্টার আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ পূর্বঘোষিত আলটিমেটামে নিউমার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সাত কলেজের সামনে দিয়ে চলাচল নিষিদ্ধ কর্মসূচি প্রত্যাহারের পর নতুন করে আবারও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাড়ে ৬টায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, চূড়ান্ত কোনো সমাধান এখনো হয়নি। আমরা মনে করছি যাদের কারণে আমাদের সহপাঠীরা আহত হয়েছেন তাদের সুষ্ঠু বিচার না করে কোনো সমাধান সম্ভব নয়। দেশের কথা চিন্তা করে এবং অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য পূর্বঘোষিত আলটিমেটাম সাত শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। তবে যারা আঘাত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নতুন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম বহাল থাকবে। কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী বলেন, যারা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে তাদের সঙ্গে কীসের সমাধান। আমরা এমনি এমনি তাদের রক্ত ডিঙিয়ে সমাধান করতে পারি না। তাছাড়া স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছি এবং ১ তারিখ থেকে সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বিশেষ করে ক্লাস এবং পরীক্ষা শুরুর ব্যবস্থা করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর এবং থানা ঘেরাও কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান তারা। Related posts:বঙ্গবন্ধুর এক খুনিকে দ্রুতই ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রীকঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীরস্বাধীনতাকে সর্বশক্তি দিয়ে রক্ষা করতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Post Views: ৯৯ SHARES জাতীয় বিষয়: