ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ সারা দেশের মতো কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা। সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। মাঝারি থেকে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে গণপরিবহনগুলোকে। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, বাড্ডা, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে কিছুটা ব্যহত করছে। এসব এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি দেখা গেছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকার কারণে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। যদিও বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা স্বাভাবিক হয়েছে। তবে ঠান্ডার অনুভূতিও অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি। সকাল থেকে ঘন কুয়াশার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা এবং অফিসগামী মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। সেইসঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। প্রসঙ্গত, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। Related posts:'সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব'বুধবার থেকে ৪০ টাকা কেজিতে আলু বেচবে টিসিবিসাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করল ছাত্রদল Post Views: ৯৬ SHARES জাতীয় বিষয়: