চাঁদাবাজি-ছিনতাই বন্ধে সকলের সহযোগিতা চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ চাঁদাবাজি-ছিনতাই বন্ধে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন ও কারাগার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি-ছিনতাই যারা করছে, সেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং পরে তারা জামিনে বেরিয়ে গিয়ে আবার এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চুরি-ছিনতাই নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন।’ পুলিশের উদ্যম আগের মতো নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের উদ্যম আগের মতো নেই। পুলিশের উদ্যম ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।’ বন্দীদের স্বজনদের সুবিধার্থে জেলখানায় একটি হটলাইন (০৯৬১২০২১৬৯০) উদ্বোধন করেন উপদেষ্টা। এ ছাড়া কারাগারের ভেতরে গিয়ে বন্দীদের থাকার জায়গা, মননচর্চা কেন্দ্র, শরীরচর্চা কেন্দ্র, লাইব্রেরি, ফাঁসির মঞ্চ ও রান্নাঘর পরিদর্শন করেন এবং বন্দীদের সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি কারা অভ্যন্তরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল, কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার প্রমুখ। Related posts:নারীর ক্ষমতায়নে মূল কান্ডারি শেখ হাসিনা : স্পিকারবঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করতে হবেরওশন এরশাদের নামে মামলা Post Views: ৯৬ SHARES জাতীয় বিষয়: