ঝিনাইগাতীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর থানা পুলিশ ও ঝিনাইগাতী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বলেন, সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরও জানান, শাওনকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষার্থীদের যোগ্যতা ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিতজমে উঠেছে শেরপুরের ঈদ বাজারশেরপুরের নকলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও র্যালি Post Views: ১৩৬ SHARES শেরপুর বিষয়: