ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে ভয়াবহ বন্যায় গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় গবাদিপশু পালনকারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। ১২ জানুয়ারি রবিবার সকালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উপজেলার ২০০ জন গবাদিপশু পালনকারী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শওকত আলম শাকিল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ জিলানীসহ ওই দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। গবাদিপশু পালনকারী খামারিরা বলেন, বন্যার পানিতে গবাদিপশুর খাদ্য নষ্ট হয়ে যাওয়ায় পশু খাদ্য নিয়ে সমস্যায় পড়েছি। খাদ্য সংকটের কারণে পশুপাখিকে খাদ্য দেওয়া সম্ভব হয়নি। এখন প্রাণিসম্পদ দপ্তরগুলো গো-খাদ্য বিতরণ করায় সংগ্রহ করছি। ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, ‘শেরপুরের ঝিনাইগাতীতে এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে গো-খাদ্য নষ্ট হয়ে যাওয়ায় খাদ্যের সংকট দেখা দিয়েছিল। এ কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হলো।’ Related posts:শ্রীবরদীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী আটকনকলায় স্ববল প্রজেক্টের স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Post Views: ১৭৩ SHARES শেরপুর বিষয়: