ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতীর সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শত বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬জানুয়ারি) ভোর রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর নির্দেশে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই শামছুল হক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আনোয়ার হোসেনকে আমদানী নিষিদ্ধ ভারতীয় তিনশত বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মুল্য প্রায় তিন লক্ষ টাকা। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মুলে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। Related posts:শেরপুর জেলায় প্রাথমিক ঝড়ে পড়েছে ৩০ হাজার ২৭৩ শিশুসকল প্রস্তুতি সম্পন্ন ॥ রাত পোহালেই নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় ভোটশ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ Post Views: ১৩৯ SHARES শেরপুর বিষয়: