নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে গর্তে পড়ে নাদিয়া খাতুন নামে (১৩ মাস) বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার পশ্চিম কলসপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু নাদিয়া খাতুন ওই গ্রামের মো. নুর ইসলামের মেয়ে। নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশুটির মা শিশুটিকে পাশে বসিয়ে মাটির চুলা মেরামত করছিল। মা কাজে ব্যস্ত থাকায় শিশুটি আপন মনে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে টিউবওয়েলের পানি নামার গর্তে পড়ে যায় নাদিয়া। পরে পরিবারের লোকজন ও স্বজনরা নাদিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ৩টার দিকে টিউবওয়েলের পানি নামার গর্তে পড়ে থাকতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গর্তে পড়ে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:শেরপুরে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান অব্যাহতঝিনাইগাতীতে সেই নাজিম উদ্দিনকে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি হস্তান্তর করলেন জেলা প্রশাসকশেরপুরে আনসার ভিডিপির নবনির্মিত গেইট ও আনসার ব্যারাকের উদ্বোধন Post Views: ১০৪ SHARES শেরপুর বিষয়: