নালিতাবাড়ীতে সীমান্তে ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে শাড়ি লেহেঙ্গা সানগ্লাসসহ প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা আগেই পালিয়ে যায়। বিজিবি জানায়, শুক্রবার দুপুর সকালের দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত পিলার ১১১৮/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন আটক করে। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে। Related posts:এনসিটিএফ শিশু সাংবাদিক তাহিরাহ এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেঝিনাইগাতীতে একযুগ ধরে শিকলবন্দি মেহনাজের জীবন, অর্থাভাবে চিকিৎসা বন্ধঝিনাইগাতীতে সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনসহ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন সংসদ সদস্য Post Views: ১১৩ SHARES শেরপুর বিষয়: