মেডিকেলের ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এবার প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫। মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ৬০ হাজার ৯৫ জন। সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি ) বিকেল ৪টার পর এই ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তির ফল আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে। এবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। Related posts:সারদায় প্রশিক্ষণরত আরও ৩ এসআই বরখাস্তদশ মাসে ১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছে বিদেশিরা: সংসদে অর্থমন্ত্রীপদোন্নতিপ্রাপ্ত ১৭৯ পুলিশ পরিদর্শককে বদলি Post Views: ১০৪ SHARES জাতীয় বিষয়: