শাহবাগে শিক্ষকদের আন্দোলনে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। জলকামান নিক্ষেপ করলেও রাস্তা থেকে সরে যাননি শিক্ষকরা। পুলিশ চারুকলার মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। কাউকে শাহবাগের দিকে যেতে দিচ্ছে না। অন্যদিকে শিক্ষকরা রাস্তায় বসে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছলে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। Related posts:শপথ নিয়েছেন জাতীয় পার্টির নির্বাচিতরাওমির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ৭১ সহকারী পুলিশ সুপার পেলেন পদোন্নতি Post Views: ১০৩ SHARES জাতীয় বিষয়: