শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে বিক্ষোভ করছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এর আগে কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান তারা। ফলে শাহবাগ মোড়ের চারদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবিগুলো হচ্ছে—১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। বিক্ষোভে অংশ নেওয়া ম্যাটসের এক শিক্ষার্থী জানান, আমাদের দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে নিয়োগ। দীর্ঘ ১৫ বছরে আমাদের কোনো নিয়োগ দেওয়া হয়নি। আমরা এর আগেও আন্দোলন করেছি। আমাদের শুধু আশ্বাস দিয়ে রেখে দিয়েছে সব দাবি মেনে নেওয়ার। কিন্তু আমাদের কোনো দাবি মানা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইন্টার্নশিপ ছিল সেটা বন্ধ করা হয়েছে। এখন আমরা ইন্টার্নশিপ চালুর দাবি করছি। Related posts:চা শ্রমিকদের ভালো রাখার সব ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীজুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধানউন্নয়নশীল দেশ নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না: রাষ্ট্রপতি Post Views: ১০৫ SHARES জাতীয় বিষয়: