শেরপুরে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর কালেক্টরেট ব্যাডমিন্টন চত্বরে ওই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পরে টুর্নামেন্টের একক ও দ্বৈত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ওইসময় জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড় ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এ আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে পাঁচ উপজেলার ৫টি দল একক ও দ্বৈত ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। Related posts:ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাশেরপুরে ডিম, মুরগী ও কাঁচাবাজারে টাস্কফোর্সের অভিযান : ১১ ব্যবসায়ীকে জরিমানাশেরপুরের ভাষা সৈনিক আব্দুর রশীদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ Post Views: ১৩৭ SHARES শেরপুর বিষয়: