শেরপুরে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা ও মেধাবৃত্তি বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসনের তত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সাংবাদিক সুলতান আহম্মেদ ময়না, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, শিক্ষার্থী সুরভি আক্তার, বৈশাখী খাতুন, নাকিব হাসান, সাইম হাসান প্রমুখ। এনডিসি জিএমএ মুনীবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদসহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। এদিন ২৪১ জন শিক্ষার্থীর মাঝে মোট ৯ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়। Related posts:ঝিনাইগাতীতে পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনকলায় সরকারি হাজী জালমামুদ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিতঝিনাইগাতীতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান Post Views: ১২৬ SHARES শেরপুর বিষয়: