শেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫ শেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সেমিনার হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ১৩ জানুয়ারি সোমবার আইসিটি ডিভিশনের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সীর সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রযুক্তির ব্যবহার, সাইবার নিরাপত্তা ঝুঁকি ও করণীয় সম্পর্কে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ ,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ রাজীব-উল-আহসান, শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দিন, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম রেজাউল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ। সেমিনারে বিগত সরকারের নিবর্তনমুলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ এর পরিবর্তে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের কুকির ব্যবহার এবং সাইবার বুলিং থেকে সুরক্ষায় করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও সংগঠক, ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্র ও তরুণ প্রতিনিধিসহ শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। Related posts:শেরপুরে ধানের নতুন জাত বিনা ২৫ বিষয়ে কৃষকদের সাথে মাঠ দিবস অনুষ্ঠিতঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২শেরপুরের গারো পাহাড়ে আগুনে ক্ষতিগ্রস্ত শালবন পরিদর্শনে বনবিভাগের তদন্ত কমিটি Post Views: ১১০ SHARES শেরপুর বিষয়: