আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ডিইউএমসিজেএএ’র অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন- ডিইউএমসিজেএএ’র সদস্য সাংবাদিক জাবেদ আখতারে ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ০৫ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও এটিএন নিউজ এর সাংবাদিক জাবেদ আখতার গুরুতর আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিবৃতিতে জাবেদের দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করেছে এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। Related posts:স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল১৫ হাজার কৃষক পাবেন আধুনিক কৃষি প্রশিক্ষণস্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়: রাষ্ট্রপতি Post Views: ১০২ SHARES জাতীয় বিষয়: