কী কারণে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি দিলেন কর্মচারীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ আগামী তিন দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না হলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। চাকরিবিধি চূড়ান্ত করতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেন তারা। এতে বলা হয়, ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে।’ এতে আরও বলা হয়, ‘সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। কিন্তু ৫ মাস অতিবাহিত হলেও কোন এক রহস্যজনক কারণে আজ পর্যন্ত এটি প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএল এর ২০০ জনের বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’ এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘সার্ভিস রুল চালুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটা চূড়ান্ত হওয়ার পথে আছে। একটা কমিটি করা হয়েছে, তারা দেখার পর সেটি বোর্ডে যাবে। সার্ভিস রুলটা হওয়ার দরকার ছিল, কিন্তু এতদিনেও হয়নি এটা ব্যর্থতা। আগামী তিন দিনের মধ্যে হয়তো হবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি।’ Related posts:বিজেএমসির চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিব বদলিপ্রকল্পের ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীরপুলিশে ব্যাপক রদবদল Post Views: ৯৪ SHARES জাতীয় বিষয়: