তিস্তায় ৪৮ ঘণ্টার কর্মসূচিতে মানুষের ঢল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। সেই ধারাবাহিকতায় প্রথম দিন দেশের সর্ব বৃহৎ শেষ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় শুরু হয়েছে কর্মসূচি। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে তিস্তা ব্যারাজ এলাকায়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার এ কর্মসূচি চলছে। কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে তিস্তার বুকে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি শেষে কর্মসূচি শুরু হয়েছে। এর আগে সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় লোকজন তিস্তা ব্যারাজ এলাকায় যায়। জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ ৪৮ ঘণ্টা ধরে লাগাতার অবস্থান করবে। এসময় তারা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালাবে। এ ছাড়া রয়েছে আরও নানা কর্মসূচি। কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ বিষয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান বলেন, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন আসছে। আমাদের কর্যক্রম শুরু হয়েছে। Related posts:১ সেপ্টেম্বর হবে বাঁক বদলের সূচনা: ছাত্রলীগ সভাপতিসেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা: জেনারেল আজিজমে মাসেই বোনাস দিতে হবে গার্মেন্টসকর্মীদের, জুনের শুরুতে বেতন: স্বরাষ্ট্র উপদেষ্টা Post Views: ১০৬ SHARES জাতীয় বিষয়: