নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীসহ ৬ আসামি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলার গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. ফজলুল হক আদর (৫২), দক্ষিণ কোন্নগর গ্রামের মোঃ সাদেক মিয়া (৩২), একই গ্রামের মোঃ আব্দুল হান্নান (৪০) এবং ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের শহর আলী, মফিদুল ইসলাম ও ধোপাকুড়া গ্রামের হাবিবুর রহমান। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ Related posts:মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপনবর্ষসেরা ফটোগ্রাফার হলেন শেরপুরের আলোকচিত্রী-সাংবাদিক মুগনিউর রহমান মনি Post Views: ১৯৭ SHARES শেরপুর বিষয়: