নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। নিজ বাড়িতে আজ সকালে ডাকাতদের গুলিতে আহত হন এ অভিনেতা। গুলিবিদ্ধ হন তিনি এবং আহত হন তার স্ত্রী ও মা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার জিরাবোতে ডাকাতির উদ্দেশে আজাদের বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন তিনি। তপু খান জানান, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত আজাদের বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। যার শব্দে বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে যায়। এ সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে। মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজাদের জ্ঞান ফিরেছে। তবে তার স্ত্রী এবং মায়ের চিকিৎসা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। Related posts:এবার বাহুবলীর নায়িকা হিনা খানআলিয়ার লেহেঙ্গায় রণবীরের পা, নেটিজেনরা বলছেন ‘ব্যাড চয়েস’ (ভিডিও)গ্রেফতারের এক দিন পরই জামিন পেলেন অভিনেত্রী সায়নী ঘোষ Post Views: ২৩৭ SHARES বিনোদন বিষয়: