বিসিবি থেকে পদত্যাগ করে নতুন মিশনে হান্নান সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার! দীর্ঘ ৮ বছর ৮ মাসের পথচলার ইতি টেনে এবার নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। জাতীয় দলের নির্বাচক পদ ছাড়লেও ক্রিকেট থেকে দূরে থাকছেন না, বরং এবার মাঠে নামছেন কোচের ভূমিকায়। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিসিবিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন হান্নান। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে তার কোচিং ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু হবে। ইতোমধ্যেই কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। হঠাৎ নির্বাচকের মতো সম্মানজনক পদ ছাড়ার কারণ কী? প্রশ্নটা উঠতেই পারে। তবে হান্নানের ব্যাখ্যা, এটা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরে ভাবনা-চিন্তার ফল। ‘আমি আমার ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়েছে, কোচিংয়ে গেলে আমি নিজে যেমন উপকৃত হব, তেমনি বাংলাদেশ ক্রিকেটেরও উপকার হবে। তাই এখনই সরে যাওয়ার সঠিক সময় বলে মনে হয়েছে,’ বলছিলেন হান্নান। তিনি আরও জানান, গত তিন মাস ধরে বিসিবির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ‘এটা এক-দুই দিনের সিদ্ধান্ত নয়। সামনে ডিপিএল আছে, বিসিএল আছে, আরও কিছু সম্ভাবনা আছে। তাই মনে হয়েছে, এখনই উপযুক্ত সময় কোচিংয়ে মনোনিবেশ করার।’ নির্বাচক হিসেবে হান্নান সরকারের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচক থাকার সময় যুব বিশ্বকাপ ও দুটি যুব এশিয়া কাপ জয়ের অভিজ্ঞতা তার ঝুলিতে। পরে জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে কোচিংয়ের অভিজ্ঞতাও তার কম নয়। বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ২০১২, ২০১৩, ২০১৬ ও ২০১৭ মৌসুমে। এছাড়া ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ ছিলেন, কাজ করেছেন এনসিএল ও বিসিএলেও। কোচিং ক্যারিয়ার শুরুর অনেক আগেই বিসিবির লেভেল ১ ও ২ কোচিং কোর্স সম্পন্ন করেছিলেন তিনি। নির্বাচকের চাকরি অনেকের কাছে সম্মানের, কেউ সহজে এই পদ ছাড়তে চান না। কিন্তু হান্নান সরকার নিজের স্বপ্নের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। ‘নির্বাচক হিসেবে সময়টা দারুণ উপভোগ করেছি। কিন্তু একটা সময় পরে মনে হলো, এখন আমার ভিন্ন কিছু ভাবার সময় এসেছে। এটা সাহসী সিদ্ধান্ত, নাকি ঝুঁকিপূর্ণ – সেটা সময় বলবে। তবে আমার মনে হয়েছে, আমার ও দেশের ক্রিকেটের জন্য এটাই সঠিক পথ,’ বলেন হান্নান। Related posts:শুভ জন্মদিন ম্যাশমেসির বিদায় দুভার্গ্যবশত চমক না, সময়ের বাস্তবতা: বার্সেলোনাকোহলির সমস্যা মাত্র ২০ মিনিটে সমাধান করে দেবেন গাভাস্কার! Post Views: ২০৩ SHARES খেলাধুলা বিষয়: