শেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা-করণীয় শীর্ষক সমন্বয় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা-করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিসহ জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয় এবং গ্রাম আদালতের কার্যক্রমকে এগিয়ে নিতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। Related posts:ঝিনাইগাতীতে গরম বাতাসে ৫০ হেক্টর জমির ধান নষ্টশেরপুর হেল্পলাইন’র ৫ম বর্ষে পর্দাপণঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ Post Views: ১৩৯ SHARES শেরপুর বিষয়: