শেরপুরে চেম্বার অব কমার্সের সাথে বিডা’র মতবিনিময় অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ শেরপুরের অর্থনৈতিক খাতকে শক্তিশালী করতে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগকারী খুঁজতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সাথে শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহ বিভাগের পরিচালক জন কেনেডি জাম্বিল। ওইসময় তিনি বলেন, শেরপুর অঞ্চলে কৃষি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এরমধ্যে চাল, আলু, টমেটো, সরিষা, কাসাভা, কাজুবাদাম, সূর্যমুখী ফুলসহ বিভিন্ন কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। ইতিমধ্যে শেরপুর অঞ্চলের সম্ভাব্য কৃষি পণ্যের তালিকা প্রেরণ করা হয়েছে যাতে আগামীতে বিডা থেকে আগ্রহী বিনিয়োগকারীদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করা যায় । চেম্বার সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বিডা’র কার্যক্রম এবং তাদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন বিডা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় শেরপুরের সম্ভাব্য শিল্পখাত নিয়ে বক্তব্য রাখেন চেম্বার নেতা ও ব্যবসায়ী আব্দুল আওয়াল চৌধুরী, মো. তৌহিদুর রহমান পাপ্পু, রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। ওইসময় চেম্বার অব কমার্সের পরিচালকদের মধ্যে আলহাজ্ব মো. মহিউদ্দিন আহমেদ মামুন, আরিফুল কবির আপেল, বাবন সাহা, দেবানন্দ কর্মকার, চেম্বার সচিব হারুন অর রশিদসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে কালেক্টরেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণশেরপুরে হাসপাতালের ৬ তলার বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যাশেরপুরের তরুণ শিল্পপতি জিহানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ Post Views: ১১৮ SHARES শেরপুর বিষয়: