শেরপুরে ট্রলিচাপায় হেলপার নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ শেরপুরে সেফ বাম্পার ভেঙে কাঠভর্তি ট্রলি চাপায় জয়নাল হাজারি (১৭) নামে হেলপার মারা গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কালিবাড়ী বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাজারি নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাাবাড়ি এলাকার সুলতান মিয়ার ছেলে। সূত্র জানায়, বুধবার মধ্যরাতে কাঠভর্তি ট্রলি নিয়ে নালিতাবাড়ী থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিবাড়ী এলাকায় পৌছলে আকস্মিক ট্রলির সেফ বাম্পার ভেঙে যায়। এতে কাঠভর্তি ট্রলি উল্টে নিচে চাপা পড়ে ট্রলির হেলপার জয়নাল হাজারি ঘটনাস্থলেই মারা যায়। এসময় দ্রুত জয়নাল হাজারিকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। Related posts:ডিআইজি পদে পদোন্নতি পেলেন ডিএমপির যুগ্ম কমিশনার আনিসুর রহমানশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক সেবীকে কারাদণ্ডশেরপুরে জাতীয় শোক দিবসে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের শ্রদ্ধাঞ্জলি Post Views: ১৩২ SHARES শেরপুর বিষয়: