শেরপুরে প্রবাসীদের কল্যাণে ওয়েজ আর্নার্স বোর্ড ও রেইজ প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ প্রবাসীদের নানা সমস্যা সমাধান শেরপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (অর্থ ও কল্যাণ) পরিচালক এবং যুগ্নসচিব মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘প্রবাসীরা দেশের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে। তাই বৈধপথে পথে প্রবাসে গিয়ে কেউ মারা গেলে কর্মরত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। পরে সেই প্রতিষ্ঠানের কাছে আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের টাকাও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া।’ এছাড়া প্রবাসে চাকুরিরত অবস্থায় কোন প্রবাসী মারা গেলে মরদেহ নিয়ে নানা জটিলতা শুরু হয়। সে বিষয়েও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করে সরকারি খরচে মৃতের মরদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি। সেমিনারে ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের কাউন্সিলর নূর মোহাম্মদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা। Related posts:ভালুকায় বিডি ক্লিনের যাত্রা শুরুঝিনাইগাতীতে বিভিন্ন হাট বাজারে মাস্ক বিতরণ করলেন এসিল্যান্ড জয়নাল আবেদীন'নারী নির্যাতনবিরোধী আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা চলছে' Post Views: ১১৮ SHARES Uncategorized বিষয়: