শেরপুরে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ওই বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় এক ঘন্টা সময় নিয়ে প্রতিযোগীদের পছন্দের একটি করে বই পড়েন। এরপর ওই পাঠের উপর ২০ মিনিটের মধ্যে একটি রিভিউ প্রতিবেদন লিখেন। সেরা লেখককে আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসের অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে। ওইসময় গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম, নকলা বিবিরচর গণকেন্দ্র পাঠাগারের সভাপতি মো. খোরশেদুর রহমান, লেখক জ্যোতি পোদ্দার, সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদসহ গণগ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। Related posts:শেরপুরে জেলা পুলিশের আনন্দ উৎসব উদযাপননালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও কারাদণ্ডবাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবে শেরপুরের আতিক Post Views: ১১১ SHARES শেরপুর বিষয়: