শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ‘বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি’- এ স্লোগানে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে শেরপুরে সদর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় পৌর নিউ মার্কেটে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ওইসময় তিনি সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশিং সমাবেশ বলে উল্লেখ করেন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানানোর আহবান করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম। ওইসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শহীন বুলবুল সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান বাদলসহ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে শহরের বিভিন্ন মসজিদে ইফতারী বিতরণ করলেন সাবেক সাংসদ শ্যামলীশেরপুরে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলিনালিতাবাড়ীতে হেরোইনসহ শহর ছাত্রদলের আহবায়কসহ গ্রেফতার ৪ Post Views: ১৪৩ SHARES শেরপুর বিষয়: