শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫ শেরপুরের বাজিতখিলার ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মোটরের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ছাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন (৫৫)। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আকরাম হোসেন বোরো খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে তারই কৃষিশ্রমিক আব্দুল হানিফ এগিয়ে আসে। এসময় হানিফও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে এবং ঘটনাস্থলে দু’জনই প্রাণ হারায়। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে গেলে এ দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আলম বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:শেরপুরে মদ খেয়ে বেপরোয়া গতিতে বাইক চালানোর অপরাধে গ্রেফতার ৩ কিশোরনালিতাবাড়ীতে সার্জেন্ট আহাদ স্মরণে স্মৃতিফলক উন্মোচনঝিনাইগাতীতে কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন Post Views: ১৬০ SHARES শেরপুর বিষয়: