শেরপুরে ব্যতিক্রমী কিডস রান অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ শিশুদের শারীরিকভাবে শক্তিশালী ও সুস্থ রাখার পাশাপাশি ভার্চুয়াল আসক্তি রুখতে শেরপুরের ঝিনাইগাতীতে ‘এইমস কিডস রান’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে এবং এইমসের সহযোগিতায় উপজেলার মরিয়মনগর ফুটবল মাঠে এ কিডস রানের আয়োজন করা হয়। এতে ৯-১২ বছর, ৫-৮ বছর ও ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য তিনটি ক্যাটাগরিতে ৬০ জন শিশু দৌড়ে অংশগ্রহণ করে। পরে শিশুদের অভিভাবকরাও ফান রানে অংশ নেন। এছাড়া নারীদের মার্বেল দৌড় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। ইভেন্টটির আয়োজক শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. আল আমিন সেলিম বলেন, সুস্থ থাকার লক্ষ্যে দৌড়ের বিকল্প নেই। আমাদের বাচ্চারা কম্পিউটার, ট্যাব ও মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তাদের স্বাস্থ্য সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন এ্যান্ড স্ট্যান্ডার্ড রেসেস’কে। তাদের মোট ৬০০ স্লটের মধ্যে আমাদের জন্য ৬০টি স্লট বরাদ্দ দিয়েছে। তিনি আরও বলেন, আমরা গত বছর শেরপুরের গজনী অবকাশের মনোরম ও প্রাকৃতিক রানিং ট্র্যাকে সাড়ে পাঁচশো রানার নিয়ে একটি ইভেন্ট আয়োজন করেছিলাম। এ বছর আগামী ১৪ নভেম্বর হাফ ম্যারাথন আয়োজন করতে যাচ্ছি। এজন্য সকলের সহযোগিতা চাই। Related posts:ঝিনাইগাতীতে বন্যায় মহারশী নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুলশেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট ॥ আহত ১০শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র সৌরভ হত্যা মামলায় গ্রেফতার ১ Post Views: ১০৬ SHARES শেরপুর বিষয়: