শ্রীবরদীতে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ শেরপুরের শ্রীবরদীতে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা এবং উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে গঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, ইসলামি আন্দোলনের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মাও. নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম। ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী দিয়া, অভিভাবক মাহফুজ আহমেদ, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। Related posts:শেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতঝিনাইগাতীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুরে অ্যারাইজ আইএনএইচ ১৬০১৯ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত Post Views: ১২০ SHARES শেরপুর বিষয়: