সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ-বিচার দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ সাম্প্রতিক সময়ে সারাদেশে বেড়ে যাওয়া বর্বরোচিত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের আয়োজনে ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান, সদস্য সাদরুল আহসান মাসুম, ডাঃ আরিফুল ইসলাম সুজন, আকাবা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য জোবায়ের আলম, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, ইনসাফ এর প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ পাহাড়ী, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি উমর ফারুক, ইয়েস দলনেতা সারোয়ার হোসেন, ইয়েস সদস্য অমা রাণী দেবসেন প্রমুখ। এসময় বক্তারা ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । Related posts:শ্রীবরদীর সেই শ্রমিক দল নেতার ভাইও মারা গেলেন ১৫ দিন পরশ্রীবরদীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনওশেরপুরে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: