ঝিনাইগাতীতে আ.লীগ নেত্রী রূপালি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রূপালিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) ভোরে তাকে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আয়েশা সিদ্দিকা রুপালি তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে। পুলিশ জানায়, আয়শা আক্তার রূপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ আজ ভোরে তেঁতুলতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, গ্রেফতারকৃত আয়শা আক্তার রূপালিকে আদালতে পাঠানো হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধনঝিনাইগাতীতে প্রান্তিক আদিবাসী কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণজন্মদিনে বিশিষ্ট শিল্পপতি গুলজার জিহানের ব্যতিক্রমী উদ্যোগ Post Views: ১৪৫ SHARES শেরপুর বিষয়: