ঝিনাইগাতীতে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যসহ চোরকারবারি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যসহ মোঃ আমীর হোসেন (৩৩) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৫ মার্চ শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারি আমীর হোসেন ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মোঃ আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমীর হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। Related posts:নালিতাবাড়ীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর ধ্বংস, জরিমানানকলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যুশেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে হাসপাতাল ছেড়ে পালালেন তত্ত্বাবধায়ক Post Views: ১০৩ SHARES শেরপুর বিষয়: