ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ রাজধানীর শাহজাদপুরের ভাটারায় আবাসিক হোটেলে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেছেন। নিহত চারজনই পুরুষ। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। সোমবার (০৩ মার্চ) অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের। তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৭ মিনিটে ভাটারার সৌদিয়া হোটেলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বারিধারার দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। হোটেল ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত। সর্বশেষ চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের লাশ ছয়তলায় পাওয়া গেছে, একটি লাশ বাথরুমের ভেতরে। বাকি ৩টি সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। নিহতদের সবাই পুরুষ। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১টা ৪ মিনিটে। Related posts:যেভাবেই হোক গ্যাং কালচার নিয়ন্ত্রণে আনতে হবে: র্যাব ডিজিদক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতিরসুসংবাদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী, ৪০০টি আইসিইউসহ আসছে লাখো পিপিই ও চীনা বিশেষজ্ঞ Post Views: ১০৩ SHARES জাতীয় বিষয়: