নকলায় ২টি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৫ শেরপুরের নকলায় অবৈধ ২টি ইটভাটার চিমনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন। ১৬ মার্চ রবিবার সকালে ইটভাটাগুলো বন্ধসহ চিমনি গুড়িয়ে দেওয়ার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। ইটভাটাগুলো হল সেভেন স্টার ব্রিকস ও চমক ব্রিকস। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। প্রসিকিউশন দাখিল করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল দাস। ওইসময় সার্বিক সহযোগিতায় ছিল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য ও বিদ্যুৎ অফিসের কর্মচারীগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীর গজনী মিনি চিড়িয়াখানায় অভিযান, ৭ প্রজাতির ১৭টি বন্যপ্রাণী উদ্ধারশেরপুরের পুলিশ সুপারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিতঝিনাইগাতীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ৮৩ SHARES শেরপুর বিষয়: