বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে তাদের। বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর ও মুখপাত্র আয়মান আহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন- যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন ও সংগঠক সাফওয়ান ইফাজ। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। বলা হয়, পরবর্তীতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেবে না। Related posts:কোন নির্বাচন আগে নির্ভর করছে সরকারের ওপর : কমিশনার সানাউল্লাহসপ্তম ধাপে ১৩৮টি ইউপিতে ভোট ৭ ফেব্রুয়ারিবাণিজ্য মেলার পর্দা উঠছে আজ Post Views: ১০৭ SHARES জাতীয় বিষয়: