শেরপুরে ২ মুরগী বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫ শেরপুরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানীরোধে বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নেমেছে জেলা প্রশাসন। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ৩ মার্চ সোমবার সকালে শহরের তেরাবাজার পৌর বার্ড মার্কেট এবং সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তাড়াকান্দি বাজারের নিত্যপণ্যের পাইকারী ও খুচরা বিক্রেতা দোকান, কাঁচাবাজার ও ফলের দোবানগুলোতে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ মুরগী ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। ওইসময় মনিটরিং টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুনিবুল হাসান। অভিযানকালে জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন। মনিটরিংকালে মূল্য কারসাজির অভিযোগে শহরের তেরাবাজার পৌর বার্ড মার্কেটের মুরগী ব্যবসায়ী বাবু ও আব্দুল আওয়ালকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা ওই দু’টি বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। ওইসময় বাজার দর, ব্যবসায়িক লাইসেন্স, বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়। রমজান মাসে ভোক্তা সাধারণ যাতে কোনোভাবে প্রতারণার সম্মুখীন না হন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে ফলমূল এবং সয়াবিন তেল, লেবু, শসা, কাঁচামারিচ, বেগুনের দাম বৃদ্ধির বিষয়টি অবলোকন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমূল্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। Related posts:শেরপুরে চাকুরী রাজস্বকরণের দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের মানববন্ধনশেরপুরে এসএমই মেলায় বসেছে বাহারী পণ্যের সমাহারশ্রীবরদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন Post Views: ১০৭ SHARES শেরপুর বিষয়: