অবৈধ হর্ন ব্যবহার, শেরপুরে ৫ ট্রাক ও বাস চালককে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ শেরপুরে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দদূষণ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জন বাস-ট্রাক চালককে জরিমানা করা হয়েছে। ২১ এপ্রিল সোমবার বিকেলে শহরের গৌরীপুর এলাকায় শেরপুর-জামালপুর সড়কে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’র আওতায় সোমবার বিকেলে শহরের গৌরীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে ৫ জন বাস ও ট্রাক চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ৯টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে বালিশের ভেতরে ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটক দুইবিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ১ম শ্রেণির ঠিকাদার লাইসেন্স পেলেন শেরপুরের গণমাধ্যম কর্মী রাজুশেরপুরে প্রথমবারের মতো হতে যাচ্ছে পুনাক শিল্প ও পণ্য মেলা Post Views: ৮৪ SHARES শেরপুর বিষয়: