আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত : শফিকুর রহমান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে। আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি! তারা জানতে চেয়েছে নির্বাচন কবে হবে, কিভাবে হবে। ডা. শফিকুর রহমান বলেন, তারা জানতে চেয়েছে আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব নিই তাহলে আমাদের কোনো পলিসি আছে কিনা? আমরা সব বিষয় তাদের জানিয়েছি বৈঠকে। তারা হিউম্যানিটি নিয়ে কথা বলেছে এবং তারা নারীদের অধিকার, লেবার রাইটস নিয়েও আমাদের সঙ্গে আলোচনা করেছে। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান ডা. শফিকুর রহমান। বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী। Related posts:বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করছে : হুইপ স্বপনবিএনপির ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নাই : অর্থমন্ত্রীবিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে, এটা সংবিধানে লেখা নেই: ফারুক খান Post Views: ১০১ SHARES রাজনীতি বিষয়: