এ বছর সর্ববৃহৎ বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা হয়েছে: ঢাবি উপাচার্য অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫ ১৪৩২-এর আনন্দ শোভাযাত্রা এ যাবতকালের সর্ববৃহৎ এবং সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শেষে চারুকলা অনুষদে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপাচার্য বলেন, এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে নববর্ষ আয়োজন করা হয়েছে। এবার সরাসরি নাশকতার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষ-পরোক্ষভাবে অনেক যৌক্তিক-অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। কিন্তু আমরা কোনোরকম বাধাবিপত্তি ছাড়া আমরা সমাপ্ত করতে পেরেছি। তিনি বলেন, যে তিনটি কথার ওপর জাতিসংঘ থেকে শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার সবগুলো এবারের শোভাযাত্রা আয়োজনে বড় পরিসরে পালিত হয়েছে বলে মনে করছেন তিনি। উপাচার্য বলেন, যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছিল, সেখানে তিনটি বিষয় উল্লেখ ছিল। প্রথমত, যতবেশি সংখক সাংস্কৃতিক এবং নৃতাত্তিক বৈচিত্র্য তুলে ধরা যায়। এবছর সর্বোচ্চ সংখক নৃগোষ্ঠী, সমতল, পাহাড়ি এবং বাঙালি জাতিসত্তাকে উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় বিষয় ছিল আলাপ-আলোচনা করা। এবার আয়োজন করতে গিয়ে ব্যাপক আলাপ-আলোচনা করা হয়েছে। আমরা দেশব্যাপী বিভিন্ন নৃগোষ্ঠীর সঙ্গে আলাপ-আলোচনা করতে পেরেছি। তৃতীয়ত, দৃষ্টিনন্দন করার কথা বলা হয়েছে। এবার সবচাইতে বর্ণাঢ্য বৈচিত্র্যপূর্ণ আয়োজন হয়েছে। Related posts:শর্তজুড়ে দিয়ে ধর্মঘট প্রত্যাহারকুমিল্লার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদমাগুরায় ধষর্ণের শিকার শিশু আছিয়া মারা গেছে Post Views: ৭৭ SHARES জাতীয় বিষয়: