ঝিনাইগাতীতে নববর্ষ ১৪৩২ উদযাপনে প্রস্তুতি সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। এতে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরুল ইসলাম, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, শিক্ষক রোস্তম আলী, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাংবাদিক মো. জাহিদুল হক মনির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সংগঠক মো. লুৎফর রহমান লাজু প্রমুখ। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে বিষপানে যুবকের আত্মহত্যাবিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকীতে ভিন্নধর্মী আয়োজনে সভাকক্ষের আলোচনা সভানকলায় গ্রেনেড হামলা দিবস পালিত Post Views: ৯০ SHARES শেরপুর বিষয়: