ঝিনাইগাতীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ ‘মা ও শিশুর স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল- আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল মুন্নাফ, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার সুজল সাংমা, সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নাগরিক অংশ নেন। Related posts:ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন এমপি শহিদুলতৃণমূলে খেলোয়াড় বাছাই শুরু করছে শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থাজাতীয় শ্রমিকলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৯৭ SHARES শেরপুর বিষয়: