ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযানে ৪৯৭ বোতল ভারতীয় মদ ও দুটি গরু জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি। ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার ছোট গজনী ও কোচপাড়া এলাকা থেকে এসব মদ ও ভারতীয় চোরাই গরু উদ্ধার করেন তাওয়াকুচা বিওপির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে বিজিবি’র দুটি টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছোট গজনী এলাকা থেকে ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং কোচপাড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মদ ও গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৫ হাজার ৫শ টাকা। এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ প্রতিরোধে সচেষ্ট রয়েছে। Related posts:৬ মাসের সাজা থেকে বাঁচতে পালিয়ে রইলেন ১৬ বছর!শ্রীবরদীতে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালাঝিনাইগাতীতে সাংবাদিকের মাতৃবিয়োগ Post Views: ৮২ SHARES শেরপুর বিষয়: