নকলায় পারভেজ হত্যার প্রতিবাদে কলেজ ছাত্রদলের মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর): প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদল। সোমবার (২১এপ্রিল) বিকেলে সরকারি হাজী জালমামুদ কলেজের সামনে কালো ব্যাচ ধারণ করে এ কর্মসূচি তারা পালন করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। এতে উপজেলা ছাত্রদল সদস্য সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদুর রহমান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব জালাল সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ভবিষ্যতে যেনো এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। Related posts:বাড়ি গিয়ে শিশুদের ঈদ উপহার পৌছে দিলেন সেচ্ছাসেবী সংগঠনের তরুণরাশেরপুরে লকডাউনের প্রথম দিন ॥ নকলায় ৭ পরিবহন ও ১০ দোকানদারকে জরিমানাশেরপুরে দারুস সালাম ট্রাস্টের আয়োজনে সিরাত মাহফিল অনুষ্ঠিত Post Views: ১০২ SHARES শেরপুর বিষয়: