নকলা খাদ্যগুদামে ধানচাল সংগ্রহ অভিযান শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ শেরপুরের নকলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্থানীয় খাদ্যগুদামে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন্য মিত্র। ওইসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির ও সদস্যসচিব নজিবুর রহমান নয়ন, স্থানীয় মিল মালিক সমিতির সভাপতি জয়েন উদ্দিন ও সহসভাপতি হাবুল মিয়াসহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন জানান, চলতি বোরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ২১০ মেট্রিক টন ধান ও ৪৮৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা। Related posts:শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতনিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপারশ্রীবরদীতে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরল বাবা আহত ৭, আটক ২ Post Views: ৬৪ SHARES শেরপুর বিষয়: