নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের সাজা, ৫ ড্রেজার ধ্বংস

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের কাজে জড়িত থাকায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার গোবিন্দনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই সাজা দেওয়া হয়।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
অভিযানকালে একজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫ টি অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১০টি মাচা ধ্বংস ও অসংখ্য পাইপ অপসারণ করা হয়। এছাড়া বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানকালে পুলিশ, বিজিবি সদস্য ও ব্যাটালিয়ন আনসারসহ উপজেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালুর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।