নালিতাবাড়ীর বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারিসহ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২ টি ব্যাটারি উদ্ধার ও জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ এপ্রিল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার ও নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের পুত্র আমির হামজা (৩০) ও নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের পুত্র সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)। পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বুধবার রাতের কোন একসময় নালিতাবাড়ী বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। এদিন রাতে অফিসে কোনো নিরাপত্তা কর্মী বা কর্মচারী ছিল না। পরদিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারি চুরির বিষয়টি টের পায়। পরে থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করে সে। আমির হামজার দেওয়া তথ্যমতে নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং জড়িত ২ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ব্যাটারি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। Related posts:শেরপুরে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বৃক্ষরোপণ কর্মসূচিশেরপুরে যানজট নিরসনে অটো ও ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভাঝিনাইগাতীতে গৃহবধুকে গণধর্ষণ ॥ গ্রেফতার ২ Post Views: ৭৬ SHARES শেরপুর বিষয়: