নেত্রকোনায় প্রেমিকের বন্ধুর গোপনাঙ্গ কাটলেন তরুণী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ নেত্রকোনার পূর্বধলায় তরুণীর ব্লেটের আঘাতে প্রেমিকের বন্ধু পারভেজ (২৫) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে রাজধলা বিলের পশ্চিম পাশে এ ঘটনাটি ঘটে। আহত পারভেজ উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মান্নাফ মিয়ার ছেলে। ওই তরুণী জাহিদ নামের এক যুবকের প্রেমিকা। তিনি উপজেলার স্থানীয় একটি ডিগ্রি কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী। স্থানীয়দের হাতে আটক ওই তরুণী জানান, তার প্রেমিক জাহিদের সঙ্গে দেখা করতে তিনি বিকেল ৪টার দিকে উপজেলা রাজধলা বিলপাড়ে যান। এসময় প্রেমিক জাহিদ ফোনে তার বন্ধু পারভেজকে সেখানে ডেকে নেন। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই তরুণীর ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের গোপনাঙ্গে আঘাত করে। এতে পারভেজের সেই অঙ্গের অর্ধেক কেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা ওই তরুণীকে আটক করলেও পরে ছেড়ে দেয়। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, যুবকের গোপনাঙ্গের প্রায় অর্ধেকটা কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে। Related posts:জামালপুরে ধানখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধারকোম্পানীগঞ্জে ও বসুরহাটে অতিরিক্ত তিনশ পুলিশ মোতায়েনময়মনসিংহে 'পাত্র চাই' বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, প্রতারক আটক Post Views: ১০২ SHARES সারা বাংলা বিষয়: