নেত্রকোনায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫ নেত্রকোনার খালিয়াজুরীতে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মো. আব্দুস সালাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে মাটি কাটা নিয়ে ২ এপ্রিল সংঘর্ষে আহত হয়েছিলেন আব্দুস সালাম। তিনি পাঁচহাট গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পাঁচহাট গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে আলী জাহান চৌধুরী ও শরিফ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হবে। Related posts:নালিতাবাড়ীতে মাদরাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ২চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩কালো বাজারে বিক্রিকালে নালিতাবাড়ীতে ট্রাকভর্তি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ আটক ৫ Post Views: ১০২ SHARES সারা বাংলা বিষয়: