মীমাংসায় বসে তর্ক, ভাইয়ের হাতে ভাই খুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ ময়মনসিংহ সদরের খাগডহর এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই লাল চাঁন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাইকে আটক করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল চাঁন ও ঘাতক জালাল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা মৃত ইসলাম উদ্দিনের ছেলে। নিহত লাল চাঁন পেশায় মিশুক চালক ছিল। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় বিষয়টি নিয়ে তাদের ভগ্নীপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হলে হঠাৎ জালাল উদ্দিন ছোট ভাই লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন। এতে লাল চাঁন মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ঘাতক জালাল উদ্দিনকে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:মেয়ের দ্বিতীয় বিয়ে মানতে পারেননি বাবা, তাই সৌরভকে হত্যা: ব্রিফিং এ ময়মনসিংহের এসপিপটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের ঘরে মিলল ৩১৮ বস্তা সরকারি চালশেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬ Post Views: ৯৭ SHARES সারা বাংলা বিষয়: