লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫ অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিলমালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সয়াবিন তেলের নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে। ঘোষণা অনুসারে, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা। জানা গেছে, ঈদের আগে ২৭ মার্চ মিলমালিকেরা বোতলজাত সয়াবিনে ১৮ টাকা এবং খোলা তেলে ১৩ টাকা বৃদ্ধির প্রস্তাব দেন। ১ এপ্রিল কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর নতুন দর কার্যকরের প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে জানানো হয়। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। এদিকে কারখানার মালিকদের দাবির আগেই ভোজ্য তেলে আমদানি পর্যায়ে শুল্ক-কর রেয়াতের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল ট্যারিফ কমিশন। তবে এনবিআর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। Related posts:ক্ষমতার চেয়ারে যে বসে সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টাএসকে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদকআজ মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী Post Views: ৭১ SHARES জাতীয় বিষয়: